News71.com
 Technology
 01 Jan 18, 11:17 AM
 821           
 0
 01 Jan 18, 11:17 AM

অনলাইন স্টোর থেকে পিক্সেল সি ট্যাবলেট বিক্রি বন্ধ করল গুগল।

অনলাইন স্টোর থেকে পিক্সেল সি ট্যাবলেট বিক্রি বন্ধ করল গুগল।

প্রযুক্তি ডেস্কঃ অনলাইন স্টোর থেকে পিক্সেল সি ট্যাবলেটের বিক্রি বন্ধ করে দিয়েছে গুগল। মূলত নতুন বছরের শুরুতে বাজারে ছাড়া পিক্সেলবুক হাইব্রিড ল্যাপটপের বিক্রি বাড়াতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল জানায়, একটি ডিভাইস উন্মোচনের কয়েক বছর হয়ে গেলে গ্রহণযোগ্যতা থাকে না। পিক্সেল সি বাজারে আসার কয়েক বছর হয়ে গেছে। তাই ডিভাইসটি বিক্রির জন্য আর পাওয়া যাবে না। তবে ব্যবহারকারীদের স্বার্থে সফটওয়্যার সমর্থন অব্যাহত থাকবে। শিগগিরই অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও হালনাগাদ পাবেন ডিভাইসটির ব্যবহারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন