News71.com
 Technology
 26 Apr 16, 05:49 AM
 1042           
 0
 26 Apr 16, 05:49 AM

অবশেষে সমঝোতায় গুগল-মাইক্রোসফট  ।।

অবশেষে সমঝোতায় গুগল-মাইক্রোসফট  ।।

নিউজ ডেস্কঃ প্রায় এক দশক পর পরস্পরের মধ্যে থাকা সব আইনি অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট ও গুগল। এ নিয়ে একটি চুক্তিও করেছে দুই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠান। এ ব্যাপারে গুগল এক বিবৃতিতে বলেছে, দুটি কোম্পানির মধ্যে আইনি পর্যায়ে নয় আর প্রতিযোগিতা নয়। তবে পণ্যের মান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।

এক ই-মেইল বিবৃতিতে মাইক্রোসফটের মুখপাত্র বলেন, মাইক্রোসফট গুগলের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিতে সম্মত হয়েছে। তবে ব্যবসা ও গ্রাহকদের জন্য বাজারে আমাদের প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে। দুই প্রতিষ্ঠানের মধ্যে আইনি ঝামেলা থাকলে তাদের অভ্যন্তরীণ সম্পর্কে এর কোনো প্রভাব ছিলো না। কাজের বেলায় প্রতিষ্ঠান দুটির সহযোগিতামূলক মনোভাব দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন