News71.com
 Technology
 23 Apr 18, 07:58 AM
 755           
 0
 23 Apr 18, 07:58 AM

নারীদের হেনস্থাকারীদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে জিপিএস ট্র্যাকার।।

নারীদের হেনস্থাকারীদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে জিপিএস ট্র্যাকার।।

প্রযুক্তি ডেস্কঃ যৌন হেনস্থাকারী ও পারিবারিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণে জিপিএস ট্র্যাকার ব্যবহারের আহ্বান জানিয়েছেন সমাজকর্মীরা। এর মাধ্যমে যিনি হেনস্থা কিংবা সহিংসতার শিকার হয়েছেন তিনি আগে থেকেই নিজের হেনস্থাকারীর অবস্থান সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন। স্মার্টফোন অ্যাপ বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে তাকে এ সতর্কতা সংকেত পাঠানো হবে। হেনস্থাকারীর গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি নিয়ে ভাবছে ব্রিটেন সরকারও। কর্তৃপক্ষের প্রস্তাবনা অনুযায়ী,হেনস্থার দায়ে অভিযুক্তরা একটি ডিভাইস পরবেন যা ল্যান্ডলাইন ও কল সেন্টারে সংকেত পাঠাবে। ডিভাইসটির কোনো ক্ষতি করলে কিংবা অভিযুক্ত ঘর থেকে বের হলেও তা বোঝা সম্ভব হবে। তবে সমাজকর্মীদের ভাবনা আরও এগিয়ে। তারা চান,হেনস্থার শিকার হয়েছেন এমন ব্যক্তিরাও যাতে নিজ হেনস্থাকারীর অবস্থান জানতে পারেন যার বা যাদের আক্রমণের ভয়ে তাকে থাকতে হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন