News71.com
 Technology
 15 May 18, 12:51 PM
 839           
 0
 15 May 18, 12:51 PM

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের তথ্য জানাবে মোবাইল অ্যাপ BB-Sat-1  

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের তথ্য জানাবে মোবাইল অ্যাপ BB-Sat-1   

প্রযুক্তি ডেস্কঃ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে ডিজিটাল বাংলাদশের জয়যাত্রা শুরুর পর এবার স্যাটেলাইটের তথ্য জানাতে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। অ্যাপটি স্যাটলাইটের আদ্যপান্ত অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক তুলে ধরবে। আজ সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পৃষ্ঠপোষকতায় তৈরি করা BB-Sat-1 নামে এ অ্যাপটির উদ্বোধন করা হয়। বেসিস ভবনের তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ অ্যাপের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।


উদ্বাধনী অনুষ্ঠান মন্ত্রী বলেন, অ্যাপের উদ্বোধন ডিজিটাল তথ্যপ্রবাহ ধারাকে আরও বেগবান করলো। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণ বাংলাদশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এখন এ অ্যাপ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে। দেশব্যাপী ইন্টারনেট সেবা ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে কোনো ইউনিয়ন বাদ থাকবে না, যেখানে ইন্টারনেট নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন