News71.com
 Technology
 31 May 18, 03:55 AM
 965           
 0
 31 May 18, 03:55 AM

এবার অন্ধকার গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।।

এবার অন্ধকার গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।।

প্রযুক্তি ডেস্কঃ নতুন এক গ্রহের দাবি কয়েক বছর ধরেই করছেন গবেষকরা। যদি সেই দাবি সত্যি হয়,তাহলে সেটাই সৌরজগতের নবম গ্রহ। সম্ভাব্য এই গ্রহকে ডাকা হচ্ছে প্ল্যানেট নাইন। প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে,২০১৫বিপি৫১৯ নামের এক গ্রহাণুর সন্ধান জ্যোতির্বিজ্ঞানীরা পেয়েছিলেন ৩ বছর আগে। সেই গ্রহাণুর গতিবিধি থেকেই তাদের কাছে প্ল্যানেট নাইন-এর ধারণা স্পষ্ট হয়। কেননা ওই গ্রহাণুর চলনে কিছু অস্বাভাবিকত্ব তারা লক্ষ্য করেছিলেন। নেপচুনের থেকেও বহু দূরে অবস্থিত প্ল্যানেট নাইন-এর উপস্থিতির ফলেই এমনটা হচ্ছিল বলে মনে করছেন গবেষকরা। এদিকে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন,নেপচুনের থেকেও বহু দূরের একটি কক্ষপথে অবস্থান করছে রহস্যময় প্ল্যানেট নাইন। প্ল্যানেট নাইন সম্পর্কে গবেষকরা জানিয়েছেন,এটা অত্যন্ত অন্ধকার এক গ্রহ। আয়তনে পৃথিবীর প্রায় ১০ গুণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন