News71.com
 Technology
 14 Jul 18, 07:30 AM
 901           
 0
 14 Jul 18, 07:30 AM

ফটো প্রিন্ট সেবা বন্ধ করছে অ্যাপল।

ফটো প্রিন্ট সেবা বন্ধ করছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বরে নিজেদের ফটো প্রিন্ট প্রোডাক্টস সেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই ফিচার ব্যবহারকারীদেরকে ফটোস (আগে আইফোটো নামে পরিচত ছিল) অ্যাপের ছবির জন্য অ্যালবাম, ফটো বুক, প্রিন্ট বা অন্যান্য পণ্য ও সেবা অর্ডার করার সুযোগ দেয়। ছবি প্রিন্টের জন্য অ্যাপল ব্যবহারকারীরা এখন ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্তই সময় পাচ্ছেন, এরপর এই সেবার আর অর্ডার করতে পারবেন না তারা। ম্যাকওএস ১০.১৩.৬ সংস্করণে ফটোস অ্যাপটিতে নতুন পপ-আপ মেসেজে এই তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। এই বার্তায় ব্যবহারকারীদেরকে ছবি প্রিন্টের সেবা নিতে ম্যাক অ্যাপ স্টোর থেকে থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপগুলো সরাসরি ফটোস অ্যাপের সঙ্গে সমন্বয় করে আর প্রিন্টে অ্যাপল যে সেবা দিয়ে আসছে ঠিক তাই করে। অ্যাপলের প্রিন্টিং সেবা প্রায় এক দশক ধরে চলে আসছে আর একই ধরনের ফিচার অধিকাংশ ফটো অ্যাপে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন