News71.com
 Technology
 31 Aug 18, 05:11 AM
 919           
 0
 31 Aug 18, 05:11 AM

নতুন আইফোন থেকে "থ্রিডি টাচ টেকনোলজি" সরিয়ে নিচ্ছে অ্যাপল।

নতুন আইফোন থেকে

প্রযুক্তি ডেস্ক: পরবর্তী প্রজন্মের আইফোন আনছে অ্যাপল। এমনই খবরই দাঁপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। নতুন আইফোনকে ঘিরে আরও একটি বিষয় আলোচনা চলছে, তা হলো থ্রিডি টাচ টেকনোলজি। যা নতুন ফোন থেকে সরিয়ে নিতে পারে অ্যাপল। জানা গেছে, ফিচার আইফোনগুলো থেকে থ্রিডি টাচ সার্পোটকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে অ্যাপেল। সর্ব প্রথম থ্রিডি টাচ সার্পোট ছিল অ্যাপেলের দুটি ফোনে, iPhone 6S ও iPhone 6S Plus -এ।


২০১৯ সালে বাজারে আসবে আইফোনের বেশ কিছু নতুন মডেল। তবে, সেগুলোতে থাকছে না থ্রিডি টাচ সার্পোট সিস্টেম। সুতরাং ধরে নেয়া হচ্ছে, ২০১৮ সালে আসা আইফোন ডিভাইসগুলোতে শেষ হচ্ছে থ্রিডি টাচ সার্পোট ডিভাইসের ব্যবহার। আরও জানা গেছে, ২০১৯ সালের একেবারে শেষে বাজারে আসতে চলেছে AirPod 2, যেটির আধুনিক প্রযুক্তি পানি থেকে বাঁচাবে। এছাড়া আগামী মাসে সেপ্টেম্বরে AirPod বহনকারী কেসটি লঞ্চ করবে অ্যাপল। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর আসতে পারে নতুন এ ঘোষণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন