News71.com
 Technology
 27 Sep 18, 05:04 AM
 870           
 0
 27 Sep 18, 05:04 AM

আজ গুগলের ২০তম জন্মদিন।।

আজ গুগলের ২০তম জন্মদিন।।

প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তির এ যুগে গুগল এখন মহীরুহে পরিণত হয়েছে। একে একে পার করেছে ১৯টি বছর। আজ গুগলের ২০তম জন্মদিন। বৃহৎ এ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্মদিনে গুগল নিজেই করেছে ডুডল। এতে উঠে এসেছে তাদের পথচলা শুরু থেকে এ পর্যন্ত নানা বিষয়ের উপস্থাপন।

ভাষার বিস্তার, সংস্কৃতি কিংবা অজানা কোন বিষয়ের বিবরণ এমন বিষয়গুলো নিয়েই নিজেদের জন্মদিনে অসাধারণ ডুডল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ১৯৯৮ সালের আজকের এই দিনে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন চালু করে। এখন বিশ্বের ১৯০টির বেশি দেশে ১৫০টি ভাষায় কাজ করছে গুগল। গুগল প্রতি সেকেন্ডে গড়ে ৪০ হাজার অনুসন্ধানের জবাব দেয়। সে হিসাবে প্রতিদিন গড়ে সাড়ে তিন বিলিয়ন (৩০০ কোটি) অনুসন্ধান করে এই সার্চ জায়ান্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন