News71.com
 Technology
 15 Nov 18, 04:08 AM
 760           
 0
 15 Nov 18, 04:08 AM

ভারতে বিনিয়োগে আগ্রহী ''টুইটার''

ভারতে বিনিয়োগে আগ্রহী ''টুইটার''

প্রযুক্তি ডেস্কঃ ভারতের বাজার এবার ধরতে চাইছে ''টুইটার''৷ তারা এবার ভারতে বিনিয়োগে আগ্রহী৷ আজ বুধবার নয়াদিল্লিতে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন টুইটারের সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি৷ আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি৷ সেই বৈঠকেই তিনি এই ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে৷ এদিনের বৈঠকে ভুয়ো খবর, আপত্তিকর পোস্ট-সহ নানা বিষয়ে আলোচনা হয়৷ টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সঙ্গে বৈঠকে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী মোদী তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে পোস্টও করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, জ্যাকের সঙ্গে দেখা হওয়ায় দেখা হওয়ায় খুব আনন্দিত৷ যেভাবে তিনি টুইটারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা প্রশংসার যোগ্য৷ আমি টুইটার পছন্দ করি৷ এই মাধ্যম থেকে আমি অনেক বন্ধু পেয়েছি৷ এর মাধ্যমে বিভিন্ন মানুষের প্রতিভাও উপভোগ করার সুযোগ পাই৷ অন্যদিকে জ্যাক ডরসিও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷ টুইটার নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনাচিন্তারও প্রশংসা করে একটি ট্যুইট করেছেন জ্যাক৷ সেখানে তিনি লিখেছেন, আপনার সঙ্গে বৈঠক করে আমি খুশি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন