News71.com
 Technology
 14 May 16, 12:55 AM
 981           
 0
 14 May 16, 12:55 AM

২০২১ সালের মধ্যে বিএমডব্লিউ তৈরি করতে যাচ্ছে সেলফ-ড্রাইভিং কার।।

২০২১ সালের মধ্যে বিএমডব্লিউ তৈরি করতে যাচ্ছে সেলফ-ড্রাইভিং কার।।

প্রযুক্তি ডেস্কঃ বিএমডব্লিউ আগামী ৫ বছরের মধ্যেই তাদের তৈরি প্রথম চালক বিহীন গাড়ী প্রযুক্তি বিশ্বে উন্মোচন করবে বলে আস্তত্ব করেছেন জার্মান এই অটো ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানটির সিইও হ্যারাল্ড ক্রুগার।

প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের 'আই' ইলেকট্রিক কার প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং এই প্রযুক্তিটিই আগামীতে পরিপূর্ণভাবে স্বয়ংক্রিয় (অটোনোমাস) গাড়ী প্রযুক্তিতে রূপান্তরিত হবে বলেই বিশ্বাস হ্যারাল্ডের।

তিনি আরও বলেন যে, ২০১৮ সালের দিকে প্রতিষ্ঠানটি উন্মোচন করবে বিএমডব্লিউ আই৮ রোডস্টারের এবং ২০২১ সাল নাগাদ তাদের প্রথম সেলফ ড্রাইভিং গাড়ীটি তারা প্রযুক্তি বিশ্বে পরিচয় করিয়ে দিবে যে গাড়ীটিতে থাকবে ডিজিটাল কানেক্টিভটি, ইনটেলিজেন্ট লাইট ওয়েট ডিজাইন, একেবারেই নতুন ধরণের ইন্টেরিয়র এবং আরও অনেক নতুন প্রযুক্তি যা আগামী প্রজন্মের ইলেক্ট্রো মোবিলিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন