News71.com
 Technology
 04 Jan 19, 04:59 AM
 688           
 0
 04 Jan 19, 04:59 AM

মেসেঞ্জারে পরীক্ষামূলকভাবে চালু হলো “আনসেন্ড” ফিচার

মেসেঞ্জারে পরীক্ষামূলকভাবে চালু হলো “আনসেন্ড” ফিচার

প্রযুক্তি ডেস্কঃ কিছুদিন পর চালু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে মেসেঞ্জারে আনসেন্ড ফিচার চালু হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এটা দেখেছেন এবং স্ক্রিনশট তুলে রেড্ডিটে দিয়েছেন। আনসেন্ড ফিচারের দুটি অপশন সেখানে রয়েছে। এর মধ্যে একটি রিমুভ ফর এভরিওয়ান এবং অন্যটি রিমুভ ফর ইউ। এই দুটি অপশনের যেকোনও একটি ব্যবহার করে ব্যবহারকারী তার মেসেজটি মুছে ফেলতে পারবেন। তবে রিমুভ ফর এভরিওয়ান ফিচারটি ব্যবহার করে প্রাপকের ইনবক্স থেকে মেসেজ মুছে ফেলা যাবে। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চলছে। এতে সফলতা পাওয়া গেলে দ্রুতই সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এটা চালু করা হবে।

এছাড়া মেসেঞ্জারে নতুন আরেকটি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক। ইতিমধ্যে এটা নিয়ে কাজও শুরু করেছে তারা। নতুন এই ফিচারের নাম ডার্ক মুড। বর্তমানে অ্যান্ড্রয়েডে এটা পরীক্ষামূলকভাবে চলছে। এর আগে গত বছর আইওএসে এর পরীক্ষামূলক ব্যবহার চালু হয়েছিল। এটা মূলত এমন একটি ফিচার যার মাধ্যমে নতুন রূপে সাজবে মেসেঞ্জার। বর্তমানে আমরা মেসেঞ্জারে বার্তা পাই ভিন্ন একটি রঙে এবং বাকি জায়গাটি থাকে সাদা। কিন্তু ডার্ক মুড চালু হলে টেক্সট বা বার্তার রঙ সাদা হবে এবং বাকি জায়গার রঙ হবে কালো। এক্ষেত্রে বিভিন্ন আইকনকেও ভিন্ন রূপ দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন