News71.com
 Technology
 06 Feb 19, 06:00 AM
 695           
 0
 06 Feb 19, 06:00 AM

২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে গুগল প্লাস॥  

২ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে গুগল প্লাস॥   

প্রযুক্তি ডেস্কঃ নানা জল্পনা কল্পনার পর অবশেষে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হবে বলে প্রতিষ্ঠানটি চলতি সপ্তাহে জানিয়েছে। নিম্ন ব্যবহারকারী এবং সফল পণ্য হিসেবে চালু রাখার চ্যালেঞ্জের কারণে গুগল গত বছর জানিয়েছিল যে চলতি বছরের এপ্রিল নাগাদ তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটি বন্ধ করে দেবে। ব্যবহারকারীরা ৭ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে নতুন প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিপক্ষ হিসেবে ২০১১ সালের জুনে গুগল প্লাস যাত্রা শুরু করে। সার্চ ইঞ্জিন গুগল সামাজিক মাধ্যমে নিজেদের জায়গা করে নেয়ার চতুর্থ প্রচেষ্টা হিসেবে গুগল প্লাস তৈরি করে। ব্যবহারকারীরা গুগল প্লাসে থাকা তথ্য কীভাবে ডাউনলোড ও সংরক্ষণ করবেন তার দিকনির্দেশনা প্রকাশ করেছে গুগল। সেই সাথে প্রতিষ্ঠানটি জানিয়েছে এ কাজ অবশ্যই এপ্রিলের আগে শেষ করতে হবে। গুগল ফটোতে ব্যাকআপ রাখা ফটো ও ভিডিও মুছে যাবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন