News71.com
 Technology
 22 May 16, 10:19 PM
 895           
 0
 22 May 16, 10:19 PM

মানুষের চেয়ে উন্নততর প্রযুক্তির অধিকারী ভিনগ্রহবাসীর অস্তিত্ব এই মহাবিশ্বে আছে ।। তাদের শান্তির বার্তা দিতে সচেষ্ট বিজ্ঞানীরা....

মানুষের চেয়ে উন্নততর প্রযুক্তির অধিকারী ভিনগ্রহবাসীর অস্তিত্ব এই মহাবিশ্বে আছে ।। তাদের শান্তির বার্তা দিতে সচেষ্ট বিজ্ঞানীরা....

সোহাগ সরকার : বর্তমান বিশ্বের বিজ্ঞানীদের বিশ্বাস, আমাদের চেয়ে উন্নততর প্রযুক্তির অধিকারী ভিনগ্রহবাসীর অস্তিত্ব এই মহাবিশ্বে আছে। পৃথিবী তথা আমাদের অস্তিত্বের কথা তারা এরই মধ্যে জেনে গেছে। তারা যদি শান্তিকামী না হয়, তবে ব্যাপারটা বিপজ্জনকই বটে। আর তাই তাদের উদ্দেশে বার্তা পাঠানোর ব্যাপারে অনেক বেশি কৌশলী আর সতর্ক হতে চান বিজ্ঞানীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইনটেলিজেন্স (মেটি) ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডগলাস ভাকোশ বলেন, ‘এ মহাবিশ্বে নিজেদের অস্তিত্ব গোপন করে রাখার কোনো সুযোগ আর আমাদের নেই। সুতরাং কিভাবে আমরা নিজেদের উপস্থাপন করব, সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত।’ তিনি মনে করেন, আমরা যে ভিনগ্রহবাসীদের সঙ্গে আলাপ করতে প্রস্তুত, এ ব্যাপারে তারা সম্ভবত আমাদের কাছ থেকে স্পষ্ট বার্তা পাওয়ার অপেক্ষায় আছে।

বিজ্ঞানী ডগলাস ভাকেশ আরও জানান, ২০১৮ সালের শেষ নাগাদ ভিনগ্রহবাসীদের উদ্দেশে প্রথম বেতারবার্তা পাঠানোর পরিকল্পনা তাঁদের রয়েছে। কেমন হতে পারে এ বার্তা? এ সম্পর্কে ডগলাস জানান, বার্তায় মৌলিক গাণিতিক ও বৈজ্ঞানিক বিষয়বস্তুর ওপর জোর দেওয়া হবে। ভিনগ্রহবাসীরা যেন সহজেই আমাদের বার্তার অর্থোদ্ধার করতে পারে, সে জন্য নির্দেশনাজাতীয় কিছু একটা পাঠানোর কথাও ভাবছেন তিনি।

ভাল গ্রহের বাসিন্দাদের উদ্দেশে বার্তা প্রেরণ এমনকি সেই বার্তার বিষয়বস্তু নিয়ে ডগলাস সূক্ষ্ম পরিকল্পনার কথা বললেও অনেকে কিন্তু বিপরীত মত পোষণ করেন। তাঁদের মতে, ভিনগ্রহবাসীরা শত্রুভাবাপন্নও হতে পারে। সুতরাং এসব থেকে আমাদের দূরেই থাকা উচিত। গত ফেব্রুয়ারিতে সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইনটেলিজেন্স (সেটি) ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা জিল টার্টার বলেন, ‘তারা (ভিনগ্রহবাসী) যদি আমাদের দরজায় পৌঁছেই যায়, তার মানে হলো তারা আমাদের চেয়ে উন্নততর প্রযুক্তির অধিকারী।’

আর সেই শক্তিতেই তারা আমাদের রাজত্বে দখল প্রতিষ্ঠা করবে বলে আশঙ্কা করছেন এ বিজ্ঞানী। আশঙ্কা আছে বটে। তা সত্ত্বেও তিনি নিজেও ওই অজানা গ্রহবাসীর কাছ থেকে বার্তার খোঁজ করে চলেছেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, ‘কাজটা করার জন্য সঠিক রাস্তা হয়তো আমরা আবিষ্কার করতে পারিনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন