News71.com
 Technology
 24 May 16, 12:32 PM
 871           
 0
 24 May 16, 12:32 PM

গেমিং ও গেমারদের জন্য ইউটিউব আনছে নতুন চমক...

গেমিং ও গেমারদের জন্য ইউটিউব আনছে নতুন চমক...

নিউজ ডেস্কঃ গেমিংয়ের জন্য আলাদা সাইট ও অ্যাপ চালু করবে ইউটিউব। সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং সার্ভিস টুইচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউটিউব 'গেমিং সাইট' চালু করতে যাচ্ছে। ইউটিউব গেমিংয়ের মাধ্যমে টুইচ ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল। গুগল জানিয়েছে, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছরে এই পরিসেবা চালু করা হবে। ইউটিউব গেমিংয়ে গেম ও গেমার উভয়ের জন্য থাকবে আলাদা প্রোফাইল।

ইউটিউব গেমিং -এর পণ্য ব্যবস্থাপক অ্যালান জয়েস এক ব্লগ পোস্টে জানান, ইউটিউবে ভিডিওর পুরোপুরি নতুন একটি ধারা সৃষ্টি করবে গেমিং। এবার আমাদের পালা গেমারদের জন্য নতুন কিছু তৈরি করার।

গেমিং বিষয়ক ভিডিওগুলোর আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোন গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেম কেন্দ্রিক মিউজিক ভিডিওগুলোর রয়েছে আলাদা জনপ্রিয়তা। এক পেজে ২৫ হাজার গেমিং পোর্টালের তথ্য সমন্বয় করবে ইউটিউব গেমিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন