News71.com
 Technology
 04 Jun 16, 11:53 PM
 952           
 0
 04 Jun 16, 11:53 PM

মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জারকে স্বতন্ত্র করছে ফেসবুক....

মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জারকে স্বতন্ত্র করছে ফেসবুক....

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাপ থেকে আগে মেসেজ পড়া ও লেখা যেত। কিন্তু পরবর্তীতে মেসেজিং অ্যাপ চালু করার পর সে সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক। এরপর ফেসবুকের অ্যাপে মেসেজ এসেছে কি না, তা জানা যেত। তবে সে সুযোগও এবার বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

সম্প্রতি ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপ ব্যবহার বাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছে। এর আওতায় তারা মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন থেকে মেসেজের সম্পূর্ণ অপশনটিই তুলে দিবে। তার বদলে সেখানে শুধু লেখা থাকবে ‘আপনার মেসেজগুলো মেসেঞ্জারে সরানো হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা মেসেঞ্জারের প্রতি গুরুত্ব দিচ্ছে। ব্যবহারকারীরা যেন মেসেজ ভালোভাবে ব্যবহার করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা নিতে চলেছেন তারা । বৃহস্পতিবার ফেসবুক ‘ডিপ টেক্সট’ নামে নতুন একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের ঘোষণা দিয়েছে । এটি ২০টি ভাষায় বিভিন্ন পোস্টে মানুষ কি লিখছে সে বিষয়ে প্রায় মানুষের মতোই অনুধাবন করতে পারবে। ফেসবুক মেসেঞ্জারেও বেশ কিছু নতুন প্রযুক্তি যুক্ত করেছে। এতে ব্যবহারকারীদের এ সেবা ব্যবহার করতে সুবিধা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন