News71.com
 Technology
 17 Apr 20, 11:16 AM
 871           
 0
 17 Apr 20, 11:16 AM

ঘরে বসে ফোন দিলেই মিলবে বিনামূল্যে চিকিৎসা॥

ঘরে বসে ফোন দিলেই মিলবে বিনামূল্যে চিকিৎসা॥

প্রযুক্তি ডেস্কঃ বিনামূল্যে নাগালের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগে এগিয়ে এসেছে চিকিৎসকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোভিড ও সাধারণ রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন তারা।অ্যাম্বুলেন্স, হাসপাতাল ও জরুরি সেবার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে তৈরি করেছেন অ্যাপস, খুলেছেন শত শত হটলাইন নম্বর। সংক্রমণ এড়িয়ে সাধারণ সেবা নিশ্চিত করতে নাগালের মধ্যে থাকা সুবিধাগুলো সবার কাছে ছড়িয়ে দেবার আহ্বান চিকিৎসকদের।ঘরে বসে চিকিৎসা সেবা পেতে চান? তাও আবার বিনামূল্যে? সঙ্কটকালীন নাগালের মধ্যে সেবা পৌঁছে দিতে একদল চিকিৎসকের আবিষ্কার ask doctor অ্যাপস। ২৬ মার্চ উন্মুক্ত হবার ১ সপ্তাহের মধ্যে বাংলাদেশে গুগলের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরিতে টপ চার্টে চলে এসেছে অ্যাপসটি। প্রতিদিন গড়ে ৭ হাজার মানুষ ফোন কলে ২৪ ঘণ্টা সেবা নিচ্ছেন যার পেছনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন প্রায় ১২শ’ চিকিৎসক।আস্ক ডক্টর অ্যাপস মেডিকেল অ্যাডভাইজার ডা. মুহিব্বুর রহমান বলেন, বাংলাদেশ সরকারকে সহযোগিতার অংশ হিসেবে তারা এই অ্যাপসের সঙ্গে যুক্ত হয়েছেন। যেকোনো পেশার মানুষ এই অ্যাপস ব্যবহার করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন