News71.com
 Technology
 21 Aug 20, 06:46 PM
 678           
 0
 21 Aug 20, 06:46 PM

ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের ২৩৫ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য চুরি॥  

ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের ২৩৫ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য চুরি॥   

প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় সামাজিক মাধ্যম ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের প্রায় ২৩৫ মিলিয়ন সাধারণ ব্যবহারকারীর সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরি করে পাচার করা হয়েছে সাইবার অপরাধীদের নিষিদ্ধ জগত ডার্ক ওয়েবে। সাইবার অপরাধ গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেকের বরাত দিয়ে আজ শুক্রবার ম্যাগাজিনে এ তথ্য দিয়েছে। আরও দু’দিন আগেই কম্পারিটেক এই তথ্য চুরির বিষয়টি আবিস্কার করে। এটিই এখন পর্যন্ত ডার্ক ওয়েবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহকারীদের তথ্য চুরি করে পাচারের সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার বিষয়টি এ সময়ে সবচেয়ে বড় বিতর্কের মুখে পড়েছে ।

দু’টি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের সাড়ে ২৩৫ কোটি ব্যবহারকারীর সংবেদনশীলণ তথ্য চুরি হয়ে গেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে- ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিশেষ করে নাম, প্রোফাইলের পুরো নাম, প্রোফাইলের ছবি, অ্যাকাউন্টের বিস্তারিত, ফলোয়ার সংখ্যা, লাইক সংখ্যা সবকিছুই বেহাত হয়েছে। আর এসব তথ্য চুরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েব সাইবার দুনিয়ার এমন একটি জগৎ যা সাধারণ ব্যবহারকারীদের দেখার বাইরে থাকে, কিন্তু অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত সাইবার অপরাধীদের প্লাটফরম হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। এর বিরুদ্ধে বার বার অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র, রাশিয়ার তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ গোয়েন্দা সংস্থাও ব্যর্থ হয়েছে। ডার্ক ওয়েবে সাধারণ গ্রাহকের সংবেদনশীল তথ্য চলে যাওয়াকে তাই বড় ঝুঁকি হেসেবেই বিবেচনা করা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন