News71.com
 Technology
 04 Sep 20, 07:24 PM
 642           
 0
 04 Sep 20, 07:24 PM

বাজারে আসছে স্যামসাংয়ের কম দামি ৫জি স্মার্টফোন॥  

বাজারে আসছে স্যামসাংয়ের কম দামি ৫জি স্মার্টফোন॥   

প্রযুক্তি ডেস্কঃ ইতিমধ্যেই 5G চালুর ঘোষণা দিয়েছে অনেক দেশ। স্মার্টফোনের বাজারেও 5G স্মার্টফোন আনতে ব্যস্ত মোবাইল কোম্পানিগুলো। এবার স্মার্টফোনের বাজারে স্যামসাং নিয়ে আসছে 'Galaxy A42 5G' মডেল। এখনও পর্যন্ত বাজারে আসা সবচেয়ে কম দামি 5G স্মার্টফোন এটি বলছে স্যামসাং কোম্পানি৷স্যামসাং এর 'Galaxy A-series' এর এই ফোনটিতে থাকছে ৪টি রেয়ার ক্যামেরা। ৬.৬ ইঞ্চি OLED ডিসপ্লে। আপাতত শুধু কালো রঙের মডেলই বাজারে আসছে। স্যামসাং এর 'Life Unstoppable' ভার্চুয়াল ইভেন্টে ফোনটি ঘোষণা করা হয়েছে।স্যামসাং কোম্পানি জানিয়েছে, Galaxy A42 5G ফোনটি চলতি বছরের শেষের দিকে বাজারে চলে আসবে। ফোনটিতে থাকছে আন্ডার-স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট সেন্সর।কোম্পানি জানিয়েছে, Galaxy A42 5G ফোন ৫জি নেটওয়ার্ক সাপোর্টের স্যামসাং এর সবচেয়ে কম দামি ফোন। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৪৯৯.৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৪০ হাজারের বেশি)৷ এই স্মার্টফোনটিতে থাকছে ৫০০০mAh ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ব্যাটারি। যদিও ফোনটির সব ফিচার এখনও অফিসিয়ালি প্রকাশ করেনি সংস্থা। কোম্পানি সূত্রের খবরে জানা গেছে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন