News71.com
 Technology
 16 Nov 20, 07:40 PM
 578           
 0
 16 Nov 20, 07:40 PM

ম্যালওয়ার থেকে কতটা নিরাপদ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন॥

ম্যালওয়ার থেকে কতটা নিরাপদ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন॥

 

প্রযুক্তি ডেস্কঃ স্মার্টফোন ব্যবহারকারীদের নির্ভরযোগ্য সোর্স গুগল প্লে স্টোর থেকে ৬৭ দশমিক ২ শতাংশ ম্যালওয়ার অ্যাপে প্রবেশ করে অ্যান্টিভাইরাস ফার্ম নরটনলাইফলক যা আইমিডিয়া সফটওয়্যার ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। টানা চার মাস ধরে এক কোট ২০ লাখ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ৭৯ লাখ ডাটার ওপর গবেষণার পর এমন সিদ্ধান্ত জানিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।গবেষণায় প্লে স্টোর, ওয়েব ব্রাউজার, বিকল্প বাজার, ইনস্ট্যান্ট মেসেজসহ বিভিন্ন উৎস থেকে অ্যাপ ডাউনলোডের সঙ্গে অ্যান্ড্রয়েডের তুলনা করা হয়েছে। যেখানে থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে ইনস্টল থেকে মাত্র ১০ দশমিক ৪ শতাংশ ম্যালওয়ার অ্যাপ। বাকি ১০ থেকে ২৪ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে অন্তত একটা অবাঞ্ছিত অ্যাপ থাকেই। এ ছাড়া যে গুগল প্লে স্টোরে আপনি অ্যাপ ডাউনলোড করছেন সেখান থেকেই সবচেয়ে বেশি ম্যালওয়ার প্রবেশ করছে। ম্যালওয়ার বা একজাতীয় ক্ষতিকর সফটওয়্যার যা মোবাইলের গোপনীয় তথ্য চুরি করে, স্বাভাবিক কাজকে ব্যাহত করে এমনকি অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখতেও বাধ্য করে। বিষেশজ্ঞরা বলছেন, ম্যালওয়ার থেকে স্মার্টফোনকে সুরক্ষা দিতে অ্যাপস ডাউনলোড থেকে সচেতন হতে হবে। অ্যাপস ডাউনলোডের সময় অন্য কোনও লিংক বা বাটনে যেন চাপ না পড়ে। স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপস রাখা যাবে না। গুগল প্লে স্টোর ছাড়াও অন্যান্য সোর্স ব্যাবহারের ওপরও সচেতন হওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন