News71.com
 Bangladesh
 16 Apr 21, 09:34 PM
 62           
 0
 16 Apr 21, 09:34 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।।

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন ফুলবাড়িয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আলামিন মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুরে ছাদের ওপর ঘুড়ি উড়াচ্ছিল মাইনুদ্দিন। এ সময় তার ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে সেই গাছ থেকে ঘুড়িটি নামাতে গেলে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন