News71.com
 Bangladesh
 29 Apr 21, 08:54 PM
 180           
 0
 29 Apr 21, 08:54 PM

গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ।।

গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ।।

নিউজ ডেস্কঃ গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এতে করে পণ্য বহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতারা বলেন, অব্যাহত লকডাউনে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তবে আমরা লকডাউনের বিরুদ্ধে নই। গণপরিবহন বন্ধ থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। শ্রমিকদের বাড়িতে চুলা জ্বলছে না। রমজানে শ্রমিক পরিবারের সদস্যরা না খেয়ে রোজা রাখছেন।

তারা অভিযোগ করে বলেন, বাস বন্ধ থাকলেও ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন চলছে। আন্তঃজেলা পথেও টেম্পু, অটোরিকশা ও ইজিবাইকে যাত্রী পরিবহন করা হচ্ছে। এসবে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। শুধু চলছে না বাস। এ সময় তারা গণপরিবহন চালুর দাবি জানান। অবরোধের প্রেক্ষাপটে জেলা প্রশাসনের পক্ষে সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) চৌধুরী নাহিদ পারভেজ মধ্যস্থতার আহ্বান জানান। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী দুপুর ১২টায় অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। ফলে চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন