News71.com
 Bangladesh
 30 Apr 21, 11:18 PM
 222           
 0
 30 Apr 21, 11:18 PM

বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ২৮ টি স্বর্ণ বার উদ্ধার।।

বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ২৮ টি স্বর্ণ বার উদ্ধার।।

নিউজ ডেস্কঃ দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

জানা গেছে, কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি চালায়। এ সময় বিমানের সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮টি বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন