News71.com
 Bangladesh
 01 May 21, 02:02 PM
 103           
 0
 01 May 21, 02:02 PM

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল নিহত।।

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল নিহত।।

নিউজ ডেস্কঃ খুলনায় কাভার্ডভ্যানের চাপায় দীপক (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাদামতলা থেকে শিরোমনি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন পুলিশ কনস্টেবল দীপক।।

এসময় একটি কাভার্ডভ্যান দীপককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় দীপককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বলেন, দীপক শিরোমনি আরআরএফ এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন