News71.com
 Bangladesh
 02 May 21, 07:25 PM
 169           
 0
 02 May 21, 07:25 PM

সৌদি ফেরত যাত্রীর থেকে ২ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার।।

সৌদি ফেরত যাত্রীর থেকে ২ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত একজন যাত্রী কাছে থাকা খেলনার ভেতর থেকে ২ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করা হয় এবং জয়নাল আবেদিন নামের এক যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি নোয়াখালী।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট থেকে নেমে জয়নালকে গ্রীন চ্যানেলে ব্যাগে কোনো সোনারবার বা স্বর্ণালংকার আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে যাত্রীর সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটর, খেলনা এবং ফ্লাক্সের ভেতর হতে প্রায় ২ কেজি ৮০০ গ্রামে স্বর্ণ উদ্ধার করা হয়। এরই মধ্যে ফৌজদারী মামলা দিয়ে আটক জয়নালকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন