News71.com
 Bangladesh
 03 May 21, 11:54 PM
 122           
 0
 03 May 21, 11:54 PM

নৌদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি।। জি এম কাদেরের

নৌদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি।। জি এম কাদেরের

নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। একইসঙ্গে দেশে নৌদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার (৩ মে) শোক বার্তায় এসব দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। শোক বার্তায় দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিরোধীদলীয় উপনেতা। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জি এম কাদের বলেন, 'মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌদুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া হোক।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন