News71.com
 Bangladesh
 08 May 21, 06:00 PM
 191           
 0
 08 May 21, 06:00 PM

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে গাড়ির চাপ।।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে গাড়ির চাপ।।

 

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর সামনে রেখে গত দুদিন ধরেই ঢাকা ছাড়ছে মানুষ। এ জন্য শনিবার (৮ মে) সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এছাড়াও নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাস ও অটোরিকশা। মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় এ দৃশ্য দেখা যায়। এছাড়া ট্রাক ও মাছের গাড়িতে করোনার ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে। 

 

অপরদিকে বাস, প্রাইভেটকারসহ ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে চলাচল করছে সাধারণ মানুষ। জানা যায়,  ঈদ কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। যে কারণে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে যার যার মতো গন্তব্যে ছুটছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া নির্দেশ অমান্য করায় দূরপাল্লার বাসকে মামলা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন