News71.com
 Bangladesh
 06 Jun 21, 10:14 PM
 95           
 0
 06 Jun 21, 10:14 PM

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৬ জনের মৃত্যু।।

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৬ জনের মৃত্যু।।

 

 

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল দুজন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন।  রোববার (৬ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।  শনিবার (০৫ জুন) দুপুর থেকে রোববার (০৪ জুন) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে তারা মারা যান। 

 

জানা গেছে, মৃতদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের। বাকি তিনজনের একজন রাজশাহীর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে দুটি ল্যাবে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আরও ১৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০.২৭ শতাংশ। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৩০ জন। সর্বমোট ২৩২ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন