News71.com
 Bangladesh
 06 Jun 21, 10:31 PM
 566           
 0
 06 Jun 21, 10:31 PM

পাহাড় ধসের শঙ্কায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ।।

পাহাড় ধসের শঙ্কায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ।।

নিউজ ডেস্কঃ প্রবল বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাইকিংয়ের পাশাপাশি তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। সে সাথে খোলা হয়েছে ১০টি আশ্রয়কেন্দ্র। নগরীর লালখান বাজার এলাকার পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

 

একই রকম মাইকিং করা হয়েছে মতিঝর্ণা, বাটালিহিল, একে খান হিল, পাহাড়তলী এবং আকবরশাহসহ আশপাশের এলাকায়। শনিবার মধ্যরাত থেকে চলা প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হওয়ায় প্রশাসনের এই সতর্কতা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান,  মানুষের জীবন বাঁচাতে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন