News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:11 PM
 224           
 0
 27 Jul 21, 11:11 PM

লকডাউনে শিল্প কারখানা খুলবে না॥জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউনে শিল্প কারখানা খুলবে না॥জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। তার আগে শিল্প কারখানা খুলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  মঙ্গলবার (২৭ জুলাই) করোনা পরিস্থিতি প্রসঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে শিল্প কারখানা খোলা যায় কি না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখতে পারছি না।

এর আগে গত ১৩ জুলাই দুপুরে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিধিনিষেধে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বিধিনিষেধকালে বন্ধ থাকবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন