News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:13 PM
 346           
 0
 27 Jul 21, 11:13 PM

পদ্মায় মিললো বিরল প্রজাতির সুস্বাদু বাওস মাছ॥

পদ্মায় মিললো বিরল প্রজাতির সুস্বাদু বাওস মাছ॥

নিউজ ডেস্কঃ  রাজবাড়ী জেলার পদ্মানদীর দৌলতদিয়া ঘাট এলাকায় ৩ ফুট লম্বা বিরল প্রজাতির বাওস মাছ ধরা পড়েছে।মঙ্গলবার (২৭ জুলাই) দৌলতদিয়া ফেরিঘাটের ২ কিলোমিটার ভাটিতে চর কর্ণেশনা এলাকায় সৌখিন মাছ শিকারি বাচ্চু শেখের চায়না দুয়ারীতে ৩ কেজি ২শ গ্রাম ওজনের এ মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের দুলাল চালাকের আড়তে নিলে মাছবিক্রেতা শাহজাহান শেখ নিলামের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে মোট ৩ হাজার ৫শ ২০ টাকায় সেটি কিনে নেন। এ সময় বিরল প্রজাতির অদ্ভুদ প্রকৃৃতির এ মাছটি দেখতে স্থানীয়রা সেখানে ভিড় করেন। এ মাছটি সম্পর্কে মাছবিক্রেতা শাহজাহান জানান, এই মাছের প্রকৃত নাম বাওস হলেও স্থানীয়ভাবে আমরা এটাকে বাঙ্গোশ বলে থাকি। এ মাছ সাধারণত সমুদ্রে পাওয়া যায়। কিন্তু আষাঢ় ও শাওন মাসের দিকে মাঝেমধ্যে পদ্মায় এটি ধরা পড়ে।  গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত বিরল প্রজাতির এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এ মাছ অনেক সুস্বাদু ও দামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন