News71.com
 Bangladesh
 28 Sep 21, 11:19 AM
 126           
 0
 28 Sep 21, 11:19 AM

মৌলভীবাজারের বড়লেখায় জলে ডুবে ২ শিশুর মৃত্যু॥

মৌলভীবাজারের বড়লেখায় জলে ডুবে ২ শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)। জানা যায়, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাদরম গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হামিদের ঘরের পাশে একটি পুকুর রয়েছে। সোমবার দুপুরে তার দুই বছর বয়সী ছেলে সিয়াম ঘরে একা খেলছিল।


একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সিয়াম পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, উপজেলার সুজানগর ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু মাহের আহমদ (৩)। পরে স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহেরকে মৃত ঘোষণা করেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটি মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন