News71.com
 Bangladesh
 27 Oct 21, 12:08 PM
 187           
 0
 27 Oct 21, 12:08 PM

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো॥ বিএনপি নেতা বুলু

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো॥ বিএনপি নেতা বুলু

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দির কিংবা পূজামণ্ডপে হামলার ঘটনায় আমার সংশ্লিষ্টতা বিন্দুমাত্র প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেবো। আমার ৫০ বছরের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনকে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, জবানবন্দিতে এ ঘটনায় বরকত উল্লাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।

এরপর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানান বরকত উল্লাহ বুলু। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগমগঞ্জে হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় নোয়াখালীতে প্রশাসনিকভাবে সংবাদ সম্মেলনে আমার নাম আনা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে থানায় না রেখে পুলিশ লাইনে আটকে রেখে ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই আমি গণমাধ্যমে বক্তব্য দিয়েছি। ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন আমি হিন্দুদের পাশে কীভাবে ছিলাম, তা বেগমগঞ্জবাসী জানে। আমি বিশেষভাবে অনুরোধ করবো, ১০৫ বছর বয়সী শ্রীকৃষ্ণ মিস্টান্ন ভাণ্ডারের মালিকের দখল হয়ে যাওয়া সম্পদ আমি কীভাবে উদ্ধার করেছি, তাকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন