News71.com
 Bangladesh
 25 Nov 21, 09:06 PM
 163           
 0
 25 Nov 21, 09:06 PM

গাড়ি চালকদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে॥

গাড়ি চালকদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে॥

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় দুজন নিহত হওয়ায় ঘটনায় চালকদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বুধবার ও বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িগুলোর বেপরোয়াভাবে চলাচল বিষয়ে মন্ত্রী বলেন, এটা খুব দুঃখজনক ও বেদনাদায়ক। আমি ব্যক্তিগতভাবে কথা বলবো, আবার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য এবং যে চালকরা আছেন তাদের ফিটনেস যাচাইয়ের জন্য আমি নির্দেশ দিয়েছি। তিনি বলেন, এ রকম মৃত্যু যার কারণে তাকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে রাষ্ট্র ব্যবস্থা নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন