News71.com
 Bangladesh
 02 Dec 21, 12:08 PM
 149           
 0
 02 Dec 21, 12:08 PM

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে॥ অর্থমন্ত্রী

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, পত্র-পত্রিকায় কিছু নাম আমি পেয়েছি, যাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। গত দুই বছরে অর্থপাচার বন্ধে কি ব্যবস্থা নিছি, তার অগ্রগতি কি এবং কতো জন শাস্তি পেয়েছে, সে তথ্য তুলে ধরা হবে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদেশে টাকা পাচারকারীদের খোঁজ পেতে আপনার হাতে কি কোনো ম্যাকানিজম নেই? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদে কথা বলার আগে থেকে আমি বলেছিলাম আমাকে সুস্পষ্টভাবে মানি লন্ডরারিংকারীদের তথ্য জানাতে। সেভাবে না পেলেও পত্র-পত্রিকায় কিছু নাম পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট যারা আছে তারা কাজ করছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। আইনি প্রক্রিয়ায় যাকে যা শাস্তি দেওয়ার সে শাস্তি সে পাচ্ছে। গত দুই, তিন বছরে কে কত শাস্তি পেয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। একদিন আমি আপনাদের মন্ত্রণালয়ে নিমন্ত্রণ করবো এবং আপনাদের কাছে এগুলো তুলে ধরবো, আমরা কি ব্যবস্থা নিয়েছি এবং ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অগ্রগতি কতটুকু হয়েছে। আমি কিন্তু ব্যবস্থা নিতে পারবো না। ব্যবস্থা নেবে আমাদের আইন বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন