News71.com
 Bangladesh
 02 Dec 21, 10:28 PM
 103           
 0
 02 Dec 21, 10:28 PM

বিভিন্ন অপরাধে ৭৩ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর॥

বিভিন্ন অপরাধে ৭৩ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর॥

নিউজ ডেস্কঃ ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশে ৭৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও মিরপুর কাজীপাড়াসহ দেশব্যাপী মোট ৩৮টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে এই জরিমানা করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করা হয় এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা দেন। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন