News71.com
 Bangladesh
 15 Jan 22, 07:35 PM
 174           
 0
 15 Jan 22, 07:35 PM

খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি॥ বাড়বে শীত

খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি॥ বাড়বে শীত

নিউজ ডেস্কঃ মাঘের প্রথম দিন শনিবার (১৫ জানুয়ারি) ভোরে খুলনার বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন। সঙ্গে উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের তীব্রতা। শীতের সঙ্গে বৃষ্টিতে বরাবরের মতো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টিতে নগরীর বিভিন্ন ফুটপাত ও খোলা স্থানে বসবাসকারী বাস্তুহারা মানুষরাও দুর্ভোগে। কনকনে ঠাণ্ডায় মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হননি। তবে সকাল ৯টার পর সূর্যের দেখা মিলেছে খুলনায়। খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মেঘ কেটে গেলে আগামীকাল রোববার থেকে শীতের তীব্রতা বাড়বে। শৈত্যপ্রবাহ আসতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন