News71.com
 Bangladesh
 20 Jan 22, 11:15 AM
 139           
 0
 20 Jan 22, 11:15 AM

সিলেটে করোনা আক্রান্তের হার পৌঁছালো ২৬ শতাংশে।।

সিলেটে করোনা আক্রান্তের হার পৌঁছালো ২৬ শতাংশে।।

নিউজ ডেস্কঃ  সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত আড়াইশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৭ জনে। চব্বিশ ঘণ্টায় ১০৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৭৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬ দশমিক ২৭ ভাগ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৯৪ জন, সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও হবিগঞ্জের ২১ জন। আগের দিন আক্রান্তের হার ছিল ১৭ দশমিক ৭৩ শতাংশ।  

গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৪৯ জন। এরমধ্যে ৪০ জন হবিগঞ্জের এবং ৯ জন সিলেটের। এ নিয়ে করোনা থেকে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৩৩৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৯২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৯২, হবিগঞ্জে ৬ হাজার ৭৭২ এবং মৌলভীবাজারে ৮ হাজার ৩৪৫ জন। আর মারা যাওয়া ১ হাজার ১৮৭ জনের মধ্যে সিলেট জেলায় ৯৯২ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৮ ও মৌলভীবাজারে ৭২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন