News71.com
 Bangladesh
 22 Jan 22, 10:47 PM
 106           
 0
 22 Jan 22, 10:47 PM

পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির।।

পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির।।

নিউজ ডেস্কঃ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৩ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্যদিয়ে জনগণের সেবা নিশ্চিত করবে-এ প্রত্যাশা করি।’

পুলিশ বাহিনীর প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের ভূমিকা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধরন ও কৌশলে ব্যাপক পরিবর্তন ঘটছে। অপরাধীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে সাইবার অপরাধ করছে, যা প্রতিরোধ করা আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য এক বড় চ্যালেঞ্জ। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন