News71.com
 Bangladesh
 22 Jan 22, 10:51 PM
 93           
 0
 22 Jan 22, 10:51 PM

পদ্মাসেতু বাংলাদেশের আত্মমর্যাদার নাম।। নৌপ্রতিমন্ত্রী

পদ্মাসেতু বাংলাদেশের আত্মমর্যাদার নাম।। নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত‍্যার পর বাংলাদেশ বিবর্ণ হয়ে যায়। বিশ্বে পরিচিতি পায় ক্ষুধা, দারিদ্র ও বন্যাকবলিত দেশ হিসেবে। সেই অবস্থা থেকে পদ্মাসেতু বাংলাদেশকে অহংকার ও মর্যাদার জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর কমলাপুরে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত আইসিডির মেট শ্রমিক ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ২৭০ জনকে কম্বল দেওয়া হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মাসেতুর কানেক্টিং পয়েন্ট কমলাপুর ইনল‍্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) সংযুক্ত হলেও আইসিডি পরিচালনায় সমস্যা হবে না। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব‍্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইসিডি অন্য জায়গায় স্থানান্তর করা হলেও শ্রমিকদের কাজের কোনো সমস্যা হবে না। আমরা আরো আইসিডি প্রতিষ্ঠা করবো। সে সক্ষমতা আমাদের রয়েছে। তিনি বলেন, পদ্মাসেতু একটি আত্মমর্যাদার নাম, একটি সাহসের নাম, বাংলাদেশ এগিয়ে যাওয়ার নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ মহান বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অহংকার স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত‍্যা করার মাধ‍্যমে অন্ধকারে হারিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন