News71.com
 Bangladesh
 22 Jan 22, 10:52 PM
 88           
 0
 22 Jan 22, 10:52 PM

তাপমাত্রা বাড়লেও মেঘাচ্ছন্ন রাজশাহীর আকাশ।।

তাপমাত্রা বাড়লেও মেঘাচ্ছন্ন রাজশাহীর আকাশ।।

নিউজ ডেস্কঃ  রাজশাহীতে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ কেটেছে দুদিন হলো। শনিবার (২২ জানুয়ারি) একলাফে তাপমাত্রাও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কিন্তু আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় শীতের প্রকোপ এখনও কমেনি। শনিবার দিনের বেশিরভাগ সময়ই রাজশাহীর আকাশ ছিল মেঘে ঢাকা। সকালের দিকে সূর্যের মুখ দেখা গেলেও দুপুরের পর থেকে কালো মেঘ যেন সন্ধ্যা নামিয়ে নিয়ে এসেছিল আগেভাগেই। তাই বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়াতেই অন্ধকারে মুড়ে আসে রাজশাহী শহরসহ আশপাশের অঞ্চল।

দিনভর বৃষ্টি নামবে নামবে মনে হলেও এখনও তার দেখা মেলেনি। তাই মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেলেও নতুন করে মেঘমেদুর আবহাওয়ার কবলে পড়েছে বিভাগীয় এ শহর। নতুন বিধিনিষেধের কারণে শনিবার স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। এর ওপর মেঘলা আবহাওয়ায় বাড়তি শীত অনুভূত হচ্ছে। তাই বিকেল থেকেই সড়কে মানুষের চলাচল কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা রেজওয়ানুল হক জানান, শুক্রবার (২১ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার (২২ জানুয়ারি) রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন