News71.com
 Bangladesh
 21 May 22, 12:47 PM
 898           
 0
 21 May 22, 12:47 PM

ঢাকায় এসেছেন ইউএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।।

ঢাকায় এসেছেন ইউএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে ৫ দিনের সফরে শনিবার ( ২১ মে) ঢাকায় এসেছেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাতে তিনি বাংলাদেশ সফর করছেন। কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম নিয়ে হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

কক্সবাজার এবং ভাসানচরে মানবিক কার্যক্রম সমর্থনকারী দাতা এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের সময় তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। রোহিঙ্গা ক্যাম্প এবং ভাসানচর পরিদর্শনের সময় গ্র্যান্ডি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন। ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন