News71.com
 Bangladesh
 26 Jun 22, 01:52 PM
 1402           
 0
 26 Jun 22, 01:52 PM

যাত্রাবাড়ী-সায়েদাবাদে ভোগান্তিতে যাত্রীরা।।

যাত্রাবাড়ী-সায়েদাবাদে ভোগান্তিতে যাত্রীরা।।

নিউজ ডেস্কঃ  স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে যেতে হবে বাড়ি। তবে কোন বাসটি পদ্মা সেতু পার হয়ে সেতুর ওপর দিয়ে নদীর ওপারে যাবে, তা এখন পর্যন্ত সেভাবে ঠিক না হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া অভিযোগ উঠেছে টিকিটের দামও বেশি নেওয়ার। রোববার (২৬ জুন) রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসময় অসংখ্য যাত্রীকে বিভিন্ন বাস কাউন্টার এবং বাসস্ট্যান্ডে বড় বড় ব্যাগসহ বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালে মো. বেলাল হোসেন নামে বাগেরহাটের এক যাত্রী বলেন, পদ্মা সেতু চালু হয়ে আমাদের সুবিধা হয়েছে। বিশেষ করে জ্যামের বা ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থাকতে হবে না। তবে নিয়মিত যে গাড়িগুলো যাওয়া-আসা করতো, সেগুলো কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অন্য দিনের থেকে আজ গাড়িও যেন অনেক কম। আবার অনেক গাড়িতেই ভাড়া চাওয়া হচ্ছে অনেক বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন