News71.com
 Bangladesh
 26 Jun 22, 05:58 PM
 948           
 0
 26 Jun 22, 05:58 PM

মাদকসেবীদের সাজা নয়, চিকিৎসা দিন।। জাতিসংঘ মহাসচিব

মাদকসেবীদের সাজা নয়, চিকিৎসা দিন।। জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্কঃ  সংঘাত, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও দারিদ্র্যের কষাঘাত মাদকদ্রব্যের অপব্যবহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমাদের অবশ্যই মাদকসেবীদের জন্য বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও সহযোগিতা সেবা জোরদার করতে হবে এবং তাদের ভুক্তভোগী হিসেবে চিকিৎসা দিতে হবে। রোববার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

তিনি বলেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও দারিদ্র্যের কষাঘাত মাদকদ্রব্যের অপব্যবহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। কোভিড-১৯ এই খারাপ অবস্থাকে আরও খারাপ করে তুলছে। একই সময় মানবিক জরুরি অবস্থার মধ্যে থাকা মানুষদের প্রয়োজনীয় ও প্রাপ্য স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পাওয়ার সুযোগ আরও অনেক কমে গেছে। এদিকে অপরাধীরা মানুষের দুর্দশার সুযোগ নিয়ে লাভবান হচ্ছে। কোকেন উৎপাদন এখন সর্বোচ্চ এবং গত এক দশকে মেথামফেটামিন জব্দের পরিমাণ পাঁচগুণ ও অ্যামফিটামিন জব্দের পরিমাণ চারগুণ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন