News71.com
 Bangladesh
 05 Aug 22, 06:40 PM
 476           
 0
 05 Aug 22, 06:40 PM

কেরানীগঞ্জে ৫টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দের পর ধ্বংস।।

কেরানীগঞ্জে ৫টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দের পর ধ্বংস।।

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজার সামনে থেকে ৫ টন জেলি মিশ্রিত চিংড়ি জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও পাগলা কোস্ট গার্ড যৌথভাবে খুলনা থেকে ঢাকাগামী ৫টি বাসে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করে। জব্দকৃত চিংড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। পরে পাগলা কোস্ট গার্ড অফিসের পাশে চিংড়িগুলো ডিজেল মিশিয়ে মাটিতে পুতে ধ্বংস করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বিভিন্ন গাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫টি যাত্রীবাহী বাসে প্রায় ৫ টন নিষিদ্ধ জেলি মিশ্রিত চিংড়ি মাছ পওয়া সেগুলো জব্দ করা হয়। এসময় বাসে মালিকপক্ষ না থাকায় গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করে আর কোনদিন এসব মাছ পরিবহন করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন