News71.com
 Bangladesh
 16 Aug 22, 08:52 PM
 349           
 0
 16 Aug 22, 08:52 PM

বরগুনায় পুলিশের পেশাদারত্বে ত্রুটি থাকলে ব্যবস্থা।। ডিআইজি

বরগুনায় পুলিশের পেশাদারত্বে ত্রুটি থাকলে ব্যবস্থা।। ডিআইজি

নিউজ ডেস্কঃ বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনির ঘটনা এরই মধ্যে খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বরিশাল পুলিশ রেঞ্জ ও জেলার শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, বরগুনার ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবগুলো বিষয় আমরা খতিয়ে দেখবো।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম একটা নির্দেশিকা হলো মানুষের তথ্যপ্রাপ্তি। মিডিয়ার সুবাদে বা যেভাবে হোক তথ্যগুলো মানুষ জেনে যাচ্ছে, এটা ভালো দিক। বরগুনার বিষয়টি আমিও দেখেছি এবং ডিআইজি হিসেবে সংবাদপ্রাপ্তও হয়েছি। আর আমরা যখন কোনো কিছু দেখি তখন আমাদের প্রশ্ন থাকে পেশাদারত্ব ঠিক আছে কিনা। আমাদের প্রত্যেকটি কাজ করার, প্রতেকটি সিদ্ধান্ত নেওয়ার কিছু পদ্বতি, প্রথা, গাইডলাইন রয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকগুলো কমেন্টস পড়েছেন জানিয়ে ডিআইজি আক্তারুজ্জামান বলেন, জনগণের অনুভূতি বোঝার সুযোগ হয়েছে। আমি ওখানকার নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা বলেছি। এমপি সাহেবের সাথেও কথা বলেছি। ছাত্রলীগের দুটি ধারার নেতাদের সাথেই কথা বলেছি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিকেও বিষয়টি জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন