News71.com
 Bangladesh
 19 Aug 22, 02:05 PM
 105           
 0
 19 Aug 22, 02:05 PM

সকল বিভাগেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।।তবে প্রশমিত হতে পারে

সকল বিভাগেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।।তবে প্রশমিত হতে পারে

নিউজ ডেস্কঃ দেশের সকল বিভাগের ওপর দিয়ে বয়ে তাপপ্রবাহ। তবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে কোথাও কোথাও তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে দেশের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতও হয়েছে। ফেনীতে ১১৫ মিলিমিটার বর্ষণ রেকর্ড করা হয়েছে, যা দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।এই অবস্থায় শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন