News71.com
 Bangladesh
 24 Sep 22, 03:08 PM
 1335           
 0
 24 Sep 22, 03:08 PM

জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত।।

জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত।।

নিউজ ডেস্কঃ ‘জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২২’ উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।  এ উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ডাক ভবন মিলনায়তনে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড ও সীলমোহর প্রকাশ করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলূর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম সভাপতিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন