News71.com
 Bangladesh
 24 Nov 22, 04:23 PM
 88           
 0
 24 Nov 22, 04:23 PM

ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে।। পরিকল্পনামন্ত্রী

ডিসেম্বরের মধ্যেই এলসি সমস্যার সমাধান হবে।। পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ ডিসেম্বরের মধ্যেই পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলা সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।   বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড ও ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আমদানির ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধান হবে। আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। আর এক মাস একটু অপেক্ষা করুন। এখনই সংকট কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।তিনি বলেন, গভর্নরের (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তারপরও আমি আপনাদের সমস্যার কথাগুলো গভর্নরের কাছে পৌঁছে দেবো। মন্ত্রী বলেন, এই সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। সেজন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন