News71.com
 Bangladesh
 04 Jun 23, 06:23 PM
 30           
 0
 04 Jun 23, 06:23 PM

লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে ।। দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে ।। দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি পণ্যের অস্বাভাবিক দাম এবং প্রাপ্যতার অনিশ্চয়তার কারণেই লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুন) গণভবনে ঢাকা-চিলাহাটির মধ্যে নতুন ট্রেন সার্ভিসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে জ্বালানি বাজার ও ক্রয় পরিস্থিতি তুলে ধরে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

শেখ হাসিনা বলেন, ‘করোনা ও যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। এই কারণে সাধারণ মানুষ লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। কিন্তু আজকে বিশ্বব্যাপী গ্যাস, তেল, কয়লা সবকিছুর দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন