News71.com
 Bangladesh
 05 Jun 23, 06:47 PM
 35           
 0
 05 Jun 23, 06:47 PM

বুধবার থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ।।

বুধবার থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হচ্ছে আগামী বুধবার (৭ জুন) থেকে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বিশেষ এ ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।রোববার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করবে স্পেশাল ট্রেনটি। পথে আরও কয়েকটি স্টেশনে থেমে আম নিয়ে রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।’

 

এর আগে শুক্রবার (২ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে রেলস্টেশনে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকেল ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ৬টায়, আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতিকেজিতে ১ টাকা ৩২ পয়সা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন